কলকাতা: বুধবার সকালে জগদ্দল থানা কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা (TMC Leader Murder Case) অশোক সাউ। সেই খুনের ঘটনায় জগদ্দল থানার পুলিশ কাউসার আলিকে গ্রেফতার করে। তৃণমূল নেতার পরিবারের তরফ থেকে যাদের নামে অভিযোগ জানানো হয়েছিল তার মধ্যে অন্যতম এই কাউসার আলি। এছাড়াও সুজল প্রসাদ নামে আরও এক অভিযুক্তের নাম সামনে উঠে এসেছে। প্রসঙ্গত ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় খুন হন আকাশ প্রসাদ সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাউ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুমান আকাশ যাদবের খুনের বদলা নিতেই সুজল প্রসাদ খুন করেছে অশোক সাউকে। সুজল প্রসাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ
আরও পড়ুন: লটারি দুর্নীতিতে কলকাতা-মধ্যমগ্রামে তল্লাশি অভিযানে ইডি
এক প্রত্যক্ষদর্শী জানান মোট ১০ থেকে ১২ জন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় তৃণমূল নেতা অশোক সাউয়ের উপর। প্রথমে তার পিঠ লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়। মৃত্যু নিশ্চিত করতে বোমা ছোড়া হয়। অশোকের উপর ফারিং করা সেই দৃশ্য এখনও ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শী। বুধবার সকালে ভাটপাড়ায় (Bhatpara) চায়ের দোকানের কাছে তৃণমূল নেতা লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূলকর্মী অশোক সাউকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্য খবর দেখুন