পশ্চিম বর্ধমান: পেট্রোল পাম্পে তৃণমূল (TMC) নেতার দাদাগিরির অভিযোগ। সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গেল সেই দৃশ্য। আসানসোল দক্ষিণ থানার আশ্রম মোড়ের একটি পেট্রোল পাম্পের ঘটনা। যদিও দাদাগিরির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। জানা গিয়েছে, গত ২ নভেম্বর আসানসোলের আশ্রম মোড়ের একটি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাকে কেন্দ্র করে পাম্প কর্মীদের সঙ্গে এক মোটরবাইক আরোহীর বসচা হয়। অভিযোগ এই ঘটনার পর প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা রবিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন পেট্রোল পাম্পে চড়াও হয় এবং পাম্প কর্মীদের সঙ্গে বসচায় জড়িয়ে পড়েন।
অভিযোগ সেই সময় রবিউল ইসলামের এক অনুগামী একজন পাম্প কর্মীকে চড়ও মারেন। এমনকী তৃণমূল নেতা রবিউল ইসলামের বিরুদ্ধে আঙুল উচিয়ে পাম্প কর্মীদের শাসানো ও হেনস্থার অভিযোগ ওঠে। পাম্পের মালিক সুবীর সাহা বলেন, এই ঘটনার পর আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর আতঙ্কিত পাম্পের সব কর্মীরা।যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।
আরও পড়ুন: সাত লক্ষ টাকা ব্যয়ে শ্মশান চুল্লি পড়ে রয়েছে তিন বছর ধরে
দেখুন অন্য খবর: