কলকাতা: দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান দলনেত্রীর। দলবিরোধী কাজ করলে কাউকে রেয়াত নয়। সোমবার তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির (TMC Working Committee) বৈঠকে সব নেতা, নেত্রীদের বেফাঁস মন্তব্য নিয়ে কড়া ভাষায় সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষনেতৃত্ব। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে এসে জানান, তিনটি শৃঙ্খলারক্ষা কমিটি থাকবে। সংসদ, বিধানসভা এবং দলের কার্যক্রমে দলীয় নীতি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতৃত্ব।
সোমবার বিকেলে বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সংসদ, বিধানসভা ও দলের জন্য আলাদা আলাদা কমিটি তৈরি করা হয়েছে। সংসদ, বিধানসভা এবং দলের কার্যক্রমে দলীয় নীতি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। তিনটি আলাদা কমিটি থেকে তিনটি চিঠি গেলে, সংশ্লিষ্ট নেতাকে সাসপেন্ড করা হবে। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হল তিন স্তরের শৃঙ্খলারক্ষা কমিটি। একটি লোকসভা এবং রাজ্যসভা ভিত্তিক। দ্বিতীয়টি বিধানসভা ভিত্তিক এবং তৃতীয় কমিটি দলভিত্তিক। সেই তিন স্তরীয় কমিটির সদস্যদের নামও এদিন ঘোষণা করা হয়। কমিটির নামের তালিকা দেখে বোঝা যাচ্ছে, প্রবীণদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবীনদেরও রাখা হয়েছে কমিটিতে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হকরা নতুন শৃঙ্খলা কমিটির সংসদীয় শাখার দায়িত্ব পেয়েছেন। সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটকরা নতুন শৃঙ্খলা কমিটির বিধানসভা শাখার দায়িত্ব পেয়েছেন। শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি কর্মীদের মধ্যে সংহতি বাড়াতে হবে বলে বৈঠকে জানিয়েছেন তৃণমূল নেত্রী।
দেখুন ভিডিও