কলকাতা: আরজি করের ধর্ষণ-খুনের ঘটনায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে (TMC MLA Nirmal Ghosh) তলব করল সিবিআই। সোমবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে (Nirmal Ghosh CGO Complex) হাজিরা দিলেন পানিহাটির বিধায়ক। এদিন সকাল ১১টার আগেই সিজিওতে পৌঁছে যান তিনি। সূত্রের খবর, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। সে দিন হাসপাতালে গিয়েছিলেন নির্মল। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই।
আরও পড়ুন: অনুব্রতর পর গরুপাচার কাণ্ডে জামিন এনামুল হকের
আরজি কর কাণ্ডে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে সিবিআই তলব করেছে। সেই ডাকে সাড়া দিয়ে সোমবার সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়েছেন পানিহাটির বিধায়ক। নির্যাতিতার পরিবারের দাবি, মেয়ের দেহ দাহ করার সময়ে তিনি পানিহাটি শ্মশানে ছিলেন। সূত্রের খবর, আরজি কর হাসপাতাল থেকে যখন নির্যাতিতার মৃতদেহ সোদপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তখন মৃতদেহ দাহর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নির্মল ঘোষ। এমনই বেশ কিছু ছবি আগেই সিবিআই এর হাতে এসে পৌঁছেছিল তখন থেকেই সিবিআই এর নজরে ছিল নির্মল ঘোষ। যার জন্য বারবার ঘোলা থানার আইসিকে তলব করা হয়েছিল তিনি গড়হাজির ছিলেন। এরপরই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এমনকি সেদিনের ভিডিও ফুটেজ শ্মশানের দেখা হয় সিবিআই এর পক্ষ থেকে তারপরেই তলব। সিবিআই সূত্রে খবর, এই তদন্তে নেমে বেশ কিছু প্রশ্নের উত্তর বিধায়কের কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। সেই তথ্য জানতে সিবিআই-এর তরফ থেকে বিধায়কের তলব করা হয়েছে। এদিন হাজিরা দেন।
দেখুন ভিডিও