তালডাংরাঃ তালডাংরার বিবড়দা হাটতলায় দলের নির্বাচনী প্রচার সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বিজেপি কর্মীদের বিরুদ্ধে সভা থেকেই দুষলেন তিনি। “ভোট শেষে বিজেপি কর্মীদের দূরবীন দিয়ে খুঁজতে হয়” বলে বৃহস্পতিবার সভা থেকে মন্তব্য করলেন তিনি। শুধুমাত্র তাই নয়, সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদী আবাস যোজনার জন্য টাকা দেয়না, কেন্দ্রের পক্ষ থেকে বাংলাকে কোনও ভাবে সাহায্য করা হয়না। তাই মুখ্যমন্ত্রী এবার আপনাদের জন্য বাড়ি বানিয়ে দেবেন, আর কেন্দ্রের কাছে হাত পাতবেন না তিনি।”
আরও পড়ুন: শুরু আরজি কর মামলার শুনানি, স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই
গতকালের সভা থেকে শুধুমাত্র শাসকদলকেই নয়, লাল শিবিরকেও আক্রমণ করলেন সায়নী ঘোষ। সিপিআইএম-কে আক্রমণ করে তিনি বলেন, “বিগত ৩৪ বছরের শাসনকালে ওঁরা মানুষের জন্য কিছুই করেনি। এখন যা পরিস্থিতি তাতে রাস্তায় লাল পতাকার চেয়ে বেশি বিরিয়ানির হাড়ি দেখা যায়।”
মমতা সরকারের সবচেয়ে সফল প্রকল্পের মধ্যে একটি “লক্ষ্মীর ভাণ্ডার”। এই প্রকল্পের আওতায় এসে রাজ্যের মহিলাদের অর্থ সামাজিক পরিবর্তন এসেছে বলে গতকালের সভা থেকে দাবি করলেন তিনি। সায়নী বলেন, “মমতা ব্যানার্জীর সৌজন্যে লক্ষীর ভাণ্ডারের টাকায় বাংলার মহিলারা নিজেদের সাধ পূরণ করতে পারেন।”
সভা থেকে তৃণমূল সাংসদ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের ‘অভিভাবক‘। ‘অভিভাবক’ মন্তব্য করেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা আমি চোখে দেখিনি, আশা করি ভবিষ্যতেও রাজ্যবাসী এমন কোনও নেত্রীকে দেখবেন না।”
দেখুন অন্য খবর: