কলকাতা: সোনার (Gold) সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন। আর সামনেই তো বিয়ের মরসুম। বিয়েতে নতুন বউকে সোনা উপহার দিতে পারেন! তাই দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ শুক্রবার কলকাতায় সোনা-রুপোর দাম কি রয়েছে।
শুক্রবার কলকাতায় সোনার দাম:
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,৯৭০ টাকা।
দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৯৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,১২০ টাকা।
আরও পড়ুন: মঙ্গলে স্বস্তি! জানুন আজ কলকাতায় হলুদ ধাতু কত
মুম্বইতে সোনার দাম–
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামদাম ৬১,৯৭০ টাকা।
চেন্নাইতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,৫৫০ টাকা।
বেঙ্গালুরুতে সোনার দাম–
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৫৬,৮৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৬১,৯৭০ টাকা।
হায়দরাবাদে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার ৬১,৯৭০ টাকা।
শুক্রবার রুপোর দাম:
রুপোর দর সোনার সঙ্গে তাল মিলিয়ে চলে। সোনার দাম যখন বৃদ্ধি পায়, রুপোর দরও তখন বাড়তে থাকে। দেখে নিন কলকাতায় কত যাচ্ছে রুপোর দাম-
১ কেজি রুপোর বাটের দাম ৭৩,৪০০ টাকা।
১ কেজি খুচরো রুপো ৭৩,৫০০ টাকা।
দেখুন আরও অন্য খবর