কলকাতা: সোনার (Gold) সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন। আর সামনেই তো বিয়ের মরসুম। বিয়েতে নতুন বউকে সোনা উপহার দিতে পারেন! তাই দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ শুক্রবার কলকাতায় সোনা-রুপোর দাম কি রয়েছে।
আজ শুক্রবার কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৫৯৫ টাকা।
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৯৫০ টাকা।
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬,১০৪ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,০৪০ টাকা।
আরও পড়ুন: রান্নার পর স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায় এই সবজিগুলোর
দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,১০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,১৯০ টাকা।
মুম্বইতে সোনার দাম–
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৯৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামদাম ৬১,০৪০ টাকা।
চেন্নাইতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৪৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,৫৮০ টাকা।
বেঙ্গালুরুতে সোনার দাম –
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৫৫,৯৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৬১,০৪০ টাকা।
হায়দরাবাদে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৯৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার ৬১,০৪০ টাকা।
শুক্রবার রুপোর দাম:
প্রতি কেজি রুপোর বাটের দাম- ৭০,৫৫০ টাকা।
প্রতি কেজি খুচরো রুপোর দাম- ৭০,৬৫০ টাকা।
অন্য খবর দেখুন: