কলকাতা: আর জি কর হাসপাতালে (R G Kar Hospital Incident) কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার তরুণী জুনিয়র ডাক্তারের দেহ। ঘটনার প্রতিবাদে উত্তাল হাসপাতাল চত্বর। প্রতিবাদে সামিল হয়েছে এনআরএস, এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎস পড়ুয়া ও জুনিয়ার ডাক্তাররা। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদের আঁচ রাজ্যের জেলাগুলিতেও। এই আন্দোলনে ওদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে নেমেছেন সেলেবরা। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, অনুপম রায়, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সিধু সহ প্রমুখ।
এই স্বস্তিকা মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে রাস্তাঘাটে রোজকার চলাফেরাতে মেয়েরা কতটা নিরাপদ?। হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়? নিন্দে করার মতো ভাষা নেই। এই দোষীদের সাজা দাবি জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, ঘৃণা হচ্ছে। লজ্জাবোধ করছি। তিনি একজন ডাক্তার,একজন মহিলা। এই নৃশংসতার সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অনুপম রায়, পিয়া চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও নির্যাতিতা তরুণীর সুবিচার দাবি করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
আরও পড়ুন: টেলর সুইফটকে হারিয়ে নাম্বার ওয়ান অরিজিৎ!
সৃজিত লিখেছেন, আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে; পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে…”। প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনাও। অভিনেত্রীর বার্তা, হার মানার সময় এসে গিয়েছে কি? বিচার চাই! মানে, এ বার বিচার চাই। অপরাধীদের কঠিন শাস্তি চাই, যা নজির হয়ে থাকবে। চিকিৎসক-অভিনেতা কিঞ্জলও আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র। তিনি জানান, ভয় পাচ্ছেন স্ত্রী সদ্যোজাত মেয়েকে নিয়ে। আমার মেয়েও তো বড় হবে। ওর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। কিঞ্জলের প্রশ্ন তোলেন, মেয়েরা কি এই শহরে নিরাপদ নয়? ঘটনার প্রতিবাদ জানান শ্রীলেখা মিত্র। তিনি নিজেও এক মেয়ের মা। ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘ধর্ষণ এবং খুন…কোন মূর্খ ব্যক্তি এটাকে আত্মহত্যা বলছে? এটা জঘন্য কুকর্ম, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরিবার সুবিচার পাক’।
অন্য খবর দেখুন