টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) নতুন করে প্রেমে মজেছেন। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক এখন টক অফ দ্য টাউন। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য বিনোদন জগতের মানুষ নন। ছোটবেলার বন্ধু হলেও তাঁদের প্রেম শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে। দুর্গাপুজোর সময় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে জানান, তাঁদের প্রেম এখন জমে ক্ষীর। শুধু প্রেম নয়, বিয়ের জন্যও তৈরি হচ্ছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ২০২৫ সালে তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে।
প্রেমে পড়েছেন মধুমিতা! বিয়ে হচ্ছে কবে?
টলিউডে প্রবেশের সময়ই মধুমিতার জীবনে এসেছিলেন সৌরভ চক্রবর্তী। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই বাস্তবেও প্রেমে পড়েন তাঁরা। ২০১৫ সালে বিয়ে করলেও এই সম্পর্ক টেকেনি বেশি দিন। মাত্র চার বছরের মধ্যেই ২০১৯-এ তাঁদের বিচ্ছেদ ঘটে। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউই মুখ খোলেননি, তবে গুঞ্জন ছিল তৃতীয় ব্যক্তির যোগসাজশ। বিচ্ছেদের পর সৌরভ জানিয়েছেন, মধুমিতার সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সম্পর্কের এই তিক্ততা তাঁদের পেশাগত জীবনেও ছাপ ফেলেছে।
মধুমিতার জীবন বরাবরই বিতর্কে মোড়া। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট—সবই চর্চার কেন্দ্রবিন্দুতে। একক মা বা বিবাহবিচ্ছিন্না হওয়ার জন্য সমাজের সমালোচনা সহ্য করেছেন তিনি। স্বাধীনতা দিবসে বানান ভুল বা গনেশ পুজোর ছবির জন্য ট্রোলড হলেও সমালোচকদের কড়া জবাব দিতে পিছু হটেননি মধুমিতা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি সমালোচনার বিরুদ্ধে সোজাসাপ্টা মত প্রকাশ করেছেন।
বিচ্ছেদের পর নিজের কেরিয়ারকে ফোকাস করেছেন মধুমিতা। টেলিভিশন থেকে সিনেমা, ওয়েব সিরিজ—সব মাধ্যমেই তিনি সফল। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন তিনি। ‘চিনি’, ‘লভ আজকাল পরশু’, ‘ট্যাংরা ব্লুজ’–এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই বলিউডেও অভিষেক করতে চলেছেন তিনি। এক ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজে আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে।
দেবমাল্যের সঙ্গে বন্ধুত্ব থেকেই প্রেমে পৌঁছেছেন মধুমিতা। দেবমাল্য তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে পাশে দাঁড়ান, উৎসাহ দেন। অভিনেত্রী জানিয়েছেন, এই সম্পর্কের ভিত এতটাই মজবুত যে বিয়ের জন্যও তাঁরা প্রস্তুত। নিজেদের সম্পর্কের বিষয়ে মধুমিতা খুবই খোলামেলা, যা তাঁর ভক্তদের মুগ্ধ করেছে। নতুন প্রেমে মধুমিতার এই যাত্রা তাঁকে আরও জীবনের স্বাদ নিতে শেখাচ্ছে।
দেখুন আরও খবর: