
কলকাতা: প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ জাকির হুসেন (Zakir Hussain Passes Away)। মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৭৩। সোমবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে শিল্পীকে। কিন্তু শেষ রক্ষা হলনা। সোমবার সকালে পরিবারের পক্ষ থেকেই জানানও হল মৃত্যু হয়েছে কিংবদন্তি শিল্পীর। সোমবার ভোরে আসমুদ্র হিমাচলে আছড়ে পড়ল উস্তাদের প্রয়াণের দুঃসংবাদ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিকমহল থেকে সিনেজগতের তারকারা। কিংবদন্তি শিল্পী প্রয়াণে গোটা পৃথিবীর একটা তাল হারিয়ে ফেলল।
থেমে গেল তাল, আর বোল উঠবে না তবলায়। তারাদের দেশে পাড়ি দিলেন উস্তাদ হাকির হুসেন। জাকির হুসেনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন, কিংবদন্তী তবলা মায়েস্ত্রো উস্তাদ জাকির হুসেনজি’র প্রয়াণে গভীরভাবে শোকাহত। ওলার প্রতিভা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাদ্যযন্ত্র তবলাকে বিশ্বের দরবারে এনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় যিনি বিপ্লব ঘটিয়েছিলেন। যাঁর তবলার ছন্দে লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ হয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনের নেপথ্যের অন্যতম কাণ্ডারী উস্তাদ জাকির হুসেন। ওঁর সৃষ্টি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। জাকিরজি’র পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল। কেন্দ্রীয়মন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করে লেখেন, “সঙ্গীতজগতে উস্তাদ জাকির হুসেনের অবদানে ভারতকে গর্বিত করেছিলেন । ওঁর চলে যাওয়াটা খুব কষ্টের। জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গভীর শোকপ্রকাশ প্রিয়ঙ্কা গাঁধী, রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরের।
Deeply saddened by the passing of the legendary tabla maestro, Ustad Zakir Hussain Ji. He will be remembered as a true genius who revolutionized the world of Indian classical music. He also brought the tabla to the global stage, captivating millions with his unparalleled rhythm.…
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
“>
আরও পড়ুন: ইন্দ্রপতন! প্রয়াত জাকির হুসেন
‘অত্যন্ত দুঃখের দিন’, এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে কান্নার ইমোজি দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কমল হাসান (Kamal Haasan) লিখলেন, “জাকির ভাই! খুব তাড়াতাড়ি চলে গেলেন। আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে তুমি, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।” সানি দেওল শোকপ্রকাশ করে লিখেছেন, এই অভাব কোনওদিন পূরণ হবে না। তবলার তালের মধ্য দিয়েই বেঁচে থাকবেন উস্তাদ। ফারহান আখতারের শোকবার্তা, “আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় তবলাবাদক বিক্রম ঘোষ। তিনি লেখেন, আমরা যাঁরা ছন্দের জগতে বাস করি, আমাদের সূর্যকে হারালাম। নচিকেতার গান ধার করে মীর লেখেন, ‘তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে.. গোটা পৃথিবীর একটা তাল হারিয়ে ফেলল।’ ইমন চক্রবর্তী জাকির হুসেনের একটি ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, একটি গানের লাইন। সঙ্গীতশিল্পীর আত্মার শান্তিকামনা করেছেন।
তবলার মাধ্যমে সারা বিশ্বের মন জয় করে নিয়েছেন উস্তাদ জাকির হুসেন। তবলা বাদক, সুরকার, সঙ্গীত প্রযোজক এবং অভিনেতা জাকির হুসেন। তিনি তবলা বাদক আল্লা রাখের বড় সন্তান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। বিশ্ব ধ্রুপদী সঙ্গীতবাদ্যের জগতে জাকির হুসেন এক নক্ষত্রের নাম।