Sunday, June 22, 2025
HomeBig newsফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে অচলাবস্থা টলিপাড়ায়
Directors Rahool Mukherjee

ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে অচলাবস্থা টলিপাড়ায়

রাহুল উপস্থিত, গরহাজির টেকনিশিয়ানরা, সোমবার থেকে কর্মবিরতির হুমকি পরিচালকদের

Follow Us :

কলকাতা: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Directors Rahool Mukherjee) সাসপেনশন নিয়ে ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের মধ্যে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে। ফলে  শনিবার টলিপাড়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুক্রবার গিল্ডের পক্ষ থেকে রাহুলের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বেঁকে বসেছে ফেডারেশন। ওইদিন রাতেই টেকনিশিয়ানরা মেল করে জানান, ফ্লোরে রাহুল থাকলে তাঁরা থাকবেন না। 

শনিবার পরিচালক এবং অভিনেতা, অভিনেত্রীরা ফ্লোরে হাজির হলেও আসেননি টেকনিশিয়ানরা। এই অবস্থায় পরিচালকরা হুমকি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ফেডারেশন টেকনিশিয়ানাদের অনুপস্থিতির কারণ না জানালে সোমবার থেকে তাঁরা কাজ করবেন না। এদিন স্টুডিও ফ্লোরে ক্ষোভে ফেটে পড়েন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Gangopadhyay), পরমব্রত চট্টোপাধ্যায়রা (Parambrata Chatterjee)। 

 কথা ছিল, শনিবার থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হবে। তবে এদিন সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও আসেননি টেকনিশিয়ানরা। রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালক, অভিনেতা অভিনেত্রীরা। এদিন টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chgatterjee), দেব(Dev) ,সৃজিত মুখোপাধ্য়ায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীলের মতো পরিচালকরা। 

আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে সরব শ্রীলেখা, দিলেন স্পষ্ট জবাব

এদিন সকলকে নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বৈঠকে বসেন। রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ সেন, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন-সহ আরও অনেকে ৷ ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তিনমাসের কর্মবিরতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার অন্যথা হবে না। এই ঘটনায় তারা সকলে অপমানিত বলে জানিয়েছে ডিরেক্টরস গিল্ড। ফেডারেশনের ব্যবহৃত ‘গুপি শ্যুট’ শব্দবন্ধ নিয়ে আপত্তি জানান পরিচালকেরা। তাঁদের বক্তব্য, এটা আইন বিরুদ্ধ। এমনকী কম দিনের শুটিংয়ে প্রয়োজন না লাগলেও ফেডারেশন জোর করে প্রচুর সংখ্যক টেকনিশিয়ান নিয়ে কাজ করতে বাধ্য করায়।    

এ নিয়ে পরমব্রত বলেন, আইন তৈরি করার ক্ষমতা দেশের কোনও কোম্পানি, কোনও প্রতিষ্ঠানের, কোনও ব্যক্তি বিশেষের নেই। আইন তৈরির ক্ষমতা একমাত্র আইনসভার আছে। কোথায় লেখা আছে পরিচালকরা নিজেদের মতো কাজ করতে পারবে না।  রাজ চক্রবর্তী বলেন, এটা খুবই অপমানজনক বিষয়। আজকে টেকনিশিয়ানের কেউ এলেন না। শুটিং বন্ধ থাকল। এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না৷ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অসম্মান। দুদিন ভাবার সময় নিক ফেডারেশন। না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা। দীর্ঘ বিতর্কের পর এদিন মুখ খোলেন পরিচালক রাহুলও। তিনি বলেন, আমি একটা শান্ত এবং সুস্থ পরিবেশে শুটিং করতে চাই৷ আমার সিনিয়ররা রয়েছেন ৷ তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে চলা হবে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Iran | আমেরিকার ইরান হা/ম/লা আন্তর্জাতিক আইনবিরোধী, হু/ঙ্কার খামেনির,শুরু অ‍্যা/টা/কের পর অ‍্যা/টা/ক
00:00
Video thumbnail
Iran-America | মার্কিন হা/নার পরই পাল্টা অ্যা/কশন ইরানের, শুরু প্রবল যু/দ্ধ কী হবে এবার?
00:00
Video thumbnail
Nitish Kumar | বিহারে NDA আদৌ ক্ষমতায় ফিরবে? না কি অন‍্য অঙ্ক? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Weather Update | রবিবাসরীয় বর্ষায় ভাসবে কোন কোন জেলা? দেখুন আবহাওয়ার বড় আপডেট
00:00
Video thumbnail
Iran-Israel | Donald Trump | ইরানে হা/ম/লা আমেরিকার, কী অবস্থা? এবার কী করবেন খামেনি?
00:00
Video thumbnail
BJP | বিজেপির নতুন সভাপতি কে? উঠে আসছে কাদের নাম? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Iran-Israel | ধূলিসাৎ ইজরায়েল, নেতানিয়াহুর কী অবস্থা? বাংলায় শুনুন ইজরায়েল থেকে Live
00:00
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Iran | আমেরিকার ইরান হা/ম/লা আন্তর্জাতিক আইনবিরোধী, হু/ঙ্কার খামেনির,শুরু অ‍্যা/টা/কের পর অ‍্যা/টা/ক
04:40
Video thumbnail
Iran-America | মার্কিন হা/নার পরই পাল্টা অ্যা/কশন ইরানের, শুরু প্রবল যু/দ্ধ কী হবে এবার?
03:48