নয়া দিল্লি: কাল ছুটি! কাটবে না বেতন! রাত পোহালেই দিল্লির বিধানসভা নির্বাচন। ঝাড়ু, পদ্মফুল ও হাত, এই তিন প্রতীকের মধ্যে কোনটি এবার দিল্লিবাসীর মন জিতবে, তার পরীক্ষা হতে চলেছে বুধবার। রাত পোহালেই দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2025)। তার আগেই বড় ঘোষণা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক আর অ্যালিস ভাজের।
আরও পড়ুন: দিল্লি ভোটের দিনে সঙ্গমে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর
দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক আর অ্যালিস ভাজ বলেছেন, “দোকান ও প্রতিষ্ঠানের জন্য সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে এবং সরকারি, বেসরকারী ক্ষেত্র এবং আমাদের সীমান্তবর্তী রাজ্য, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় কর্মরত কর্মীদেরও সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা যোগাযোগ করেছি এবং এটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে … আমি দিল্লির সমস্ত ভোটারদের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য অনুরোধ করছি এবং ভোটকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন, ক্যামেরা, স্মার্ট ওয়াচ বা যে কোনও ধরণের বৈদ্যুতিন আইটেম নিষিদ্ধ করা হয়েছে …।”
দেখুন আরও খবর: