কলকাতা: পুজোয় রাজ্যবাসীর পাতে পড়বে পদ্মার ইলিশ (Hilsa Fish)। বাংলাদেশের (Bangladesh) তিন হাজার টন ইলিশ আসছে। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার।
ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রতি বছর ১০ সেপ্টেম্বরের মধ্যে এপার বাংলায় ইলিশ চলে আসে। এবছর তা এখনও আসেনি। ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। জানানো হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদার কারণে এই সিদ্ধান্ত। এদিন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক জানিয়েছে, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিকটন ইলিশ পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের যেসব ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন তাঁদের আর নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুন: বন্যার জেরে বাজার আগুন, আলু, পেঁয়াজ, সব্জির দাম আকাশছোঁয়া
আরও খবর দেখুন