কলকাতা: আরজি কর কাণ্ডে গর্জে উঠেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। প্রতিবাদে রাত দখলের শামিল হয়েছেন পড়ুয়া, চিকিৎসক, সহিলা-পুরুষ টলিউডের সেলেবরাও। এই পরিস্থিতিতেই, আরজি কর মেডিক্যাল কলেজের অবস্থা নিয়ে উদ্বিগ্ন টোটা। কলকাতার পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন টোটা রায়চৌধুরী। আরজি করের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন টোটা রায় চৌধুরী। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, গত কয়েক দিন ধরে কিছু ঘটনার জন্য মনটা অস্থির। কোনও কিছুইতে মনোযোগ দিতে পারছিনা। যে প্রাণের শহর নিয়ে আমার এত অহংকার, এত গর্ব সেই শহরে যে পাশবিকতায়, যে নিষ্ঠুরতায় হত্যা করা হল সেটা ভেবে বুক কেঁপে উঠছে আর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কারণ এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে অধিকসংখ্যক মানুষ প্রত্যেকটি বাক্যে, প্রত্যেকটি শব্দে অ্যাজেন্ডা খোঁজে,অভিযোগ খোঁজে। বিরোধী না হয়েও বিরোধ করা যে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্গত সেটা কেউই আর মানতে চায় না। এমতাবস্থায় নীরবতাকেই বেছে নিয়েছিলাম।
অন্য খবর দেখুন