নয়াদিল্লি: টুরিস্ট বাস (Tourist Bus) স্টেজ ক্যারেজ বা রুটের বাস নয়। চলার পথে টুরিস্ট বাস যাত্রী তুলতে পারে না। মন্তব্য কেরল হাইকোর্টের (Kerala High Court)। সর্বভারতীয় টুরিস্ট পারমিট থাকা বাস স্টেজ ক্যারেজের মতো চলতে পারে না। চলার পথে যেখানে সেখানে তারা যাত্রী নামাতে বা ওঠাতে পারে না। যে যাত্রীদের সঙ্গে অরিজিনাল কনট্রাক্ট বা চুক্তি রয়েছে, সেই মতো চলতে হবে। অভিমত আদালতের।
টুরিস্ট বাস কন্ট্রাক্ট ক্যারেজ। নির্দিষ্ট সংখ্যক যাত্রীর সঙ্গে চুক্তিভিত্তিক পথ পরিক্রমা করে। স্টেজ ক্যারেজের মতো যেখান সেখান থেকে যাত্রী তুলতে বা নামাতে পারে না। ২০২৩ সালের অল ইন্ডিয়া ট্যুরিস্ট ভেহিকেলস(পারমিট) আইন অনুযায়ী প্রত্যেক টুরিস্ট বাসে তার যাত্রীর একটি তালিকা যাত্রা শুরুর সময় প্রকাশ্যে রাখতে হবে। কোথা থেকে যাত্রী তোলা ও নামানো হবে, তার উল্লেখ সেখানে থাকতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে অথবা ছাপানো কাগজে। নির্দেশ ও অভিমত বিচারপতি এম নাগরেশের।
আরও পড়ুন: সিবিআই ও ইডির তদন্তের স্বচ্ছতা এবং উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ আদালতের
কেরল সরকারের ২০২৩ সালের ৬ জুন জারি হওয়া একটি সার্কুলার ভঙ্গ করে স্টেজ ক্যারেজের মতো যাত্রী বহনের অভিযোগে অভিযুক্ত একগুচ্ছ টুরিস্ট বাস সংস্থার আবেদনে আদালতের নির্দেশ।
আরও খবর দেখুন