
দিঘা: বড়দিনের (Christmas) আনন্দ বিষাদের হয়ে উঠল। দিঘার সৈকতে মদ্যপ অবস্থায় সমুদ্র স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের (Tourist)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অবিনাশ কুমার (Avinash Kumar)। তাঁর বাড়ি পাটনা জেলার সরিষাতাবাদে। বন্ধুর সঙ্গে গতকাল বড়দিনের আনন্দের ছুটি কাটাতে দিঘায় বেড়াতে এসেছিল। নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে উঠেছিল। আজকে দুপুরে নাগাদ সমুদ্রে স্নান করতে নেমে ওশিয়ানা ঘাটের কাছে তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তাঁর সঙ্গে থাকা বন্ধু ধর্মেন্দ্র কুমারকে অচেনা বিচ এর কাছে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাঁকেও উদ্ধার করে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।
উল্লেখ্য, পর্যটনকেন্দ্র দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর সহ সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়ে বড়দিনে। সেইসঙ্গে সমুদ্র স্নান, খাওয়া-দাওয়া পর্যটকরা চুটিয়ে আনন্দ উপভোগ করেন। তাই বড়দিনের আগেই পর্যটকদের দীঘায় বাড়তি সতর্ক জেলা প্রশাসন। দিঘায় মহিলা পর্যটকের নিরাপত্তার জন্য চালু হয়েছে মহিলা উইনার্স টিম। সাইবার প্রতারকদের হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের সাইবার বন্ধু পরিষেবার পথচলা শুরু হয়েছে। তারপরেও এধরনের ঘটনা এড়ানো যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন: কুয়াশা মাখা বড়দিনে ফুরফুরে মেজাজে বঙ্গবাসী
আরও খবর দেখুন