লখনউ: মর্মান্তিক ঘটনা মিরাটে। জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই লিফট ছিঁড়ে মৃত্যু মায়ের। সন্তানের জন্মের জন্য অন্তঃসত্ত্বাকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তার পর তাঁকে অপারেশন কক্ষ থেকে জেনারেল বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল।
৩০ বছরের করিশমাকে একটি স্ট্রেচারে করে লিফটে রাখা হয় নীচে নামানোর জন্য। হঠাৎ করে লিফটের বেল্টটি ছিঁড়ে পড়ে। আশেপাশে থাকা মানুষ চিৎকার করতে থাকে, কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গুরুতর আহত হন ওই মহিলা। মাথায় সাংঘাতিক চোট লাগে তাঁর। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। উদ্ধারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিবিদরা সময় মতো না পৌঁছতে পারায় লিফট থেকে ওই মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গোপনে বৈঠক! পরমাণু রাষ্ট্রের জন্ম দিচ্ছে ট্রাম্প?
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের শাস্ত্রী নগর হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। মৃতার আত্মীয়রা হাসপাতালের উপর চড়াও হয়,ভয়ে নার্স ও চিকিৎসকেরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদ্যোজাত কন্যাসন্তানটি অন্য একটি হাসপাতালে রাখা হয়েছে। ওই মহিলা সকালেই হাসপাতালে ভর্তি হন, সিজার করে সন্তান প্রসব করেন তিনি।
লোহিয়া নগর থানায় হাসপাতালের চিকিৎসক, ম্যানেজার সহ কর্মীদের নামে এফআইআর দায়ের হয়েছে।
ঘটনাস্থলে আসেন মিরাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ১৫ জন রোগীকে তিনি দ্রুত অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। হাসপাতালটিকে সিল করে দেওয়া হয়েছে। ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দেখুন অন্য খবর