কলকাতা: দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express)। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারল মালগাড়ি। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। রেলের দাবি মৃত ৮। কিন্তু সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি মৃতের সংখ্যা ১৫। আহত প্রায় ৬০ জন। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ফলে কলকাতা-শিলিগুড়ি রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের জন্য দশটি বাস পাঠাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। রাজধানী এক্সপ্রেস, বন্দেভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, সোমবার বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে। যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবা চালু করা হচ্ছে। তিনি আরও জানান, রাঙাপানিতে ১০টা বাস পাঠানো হয়েছে। সেই বাসে করে যাত্রীরা এনজেপিতে ফিরতে পারবেন। যাঁরা কলকাতায় ফিরতে চান তাঁরা প্রয়োজনে সরকারি বাসেই ফিরতে পারেন। এদিকে এনবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, রাঙাপানি থেকে শিলিগুড়ি পর্যন্ত আসার জন্য কোনও ভাড়া নেওয়া হবে না। আমরা দুর্ঘটনাগ্রস্তদের পাশে সবসময় রয়েছি। আটকে পড়া যাত্রীদের শিয়ালদহ আনার জন্য নিউ জলপাইগুড়ি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।
শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশ্যাল, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গে রেল চলাচলে খুব সমস্যা হবে না। একটি লাইন ব্যবহারযোগ্য রয়েছে। আপাতত তার মাধ্যমে ট্রেন চলাচল করানো হবে।
আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে (Kanchanjungha Express Train Accident) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও (Ashwini Vaishnaw)
অন্য খবর দেখুন