নয়াদিল্লি: অত্যাধুনিক পদ্ধতিতে সেজে উঠছে ভারতীয় রেল। পুরনো আমলের ধ্যান ধারণা ছেড়ে অত্যাধুনিক সাজে এসেছিল বন্দে ভারত। হাই স্পিড ট্রেনে এই বন্দে ভারত। এবার ট্রেনের আরও গতি বাড়ানো হবে বলে লোকসভায় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বন্দে ভারতের গতি হতে পারে সর্বোচ্চ গতি হতে পারে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এবার তার থেকেও দ্রুতগতিতে ছুটবে ট্রেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুরু হয়েছে সেই ট্রেন সেট তৈরির কাজ। ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে সেই ট্রেন। অর্থাৎ বন্দে ভারতের প্রায় দ্বিগুণ বেগে ট্রেন ছুটবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে বন্দে ভারত তৈরি করে সাফল্য পেয়েছে রেল। এবার আরও উচ্চগতির ট্রেন তৈরি হচ্ছে বলে লোকসভায় এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রেখেছিলেন বিজেপি সাংসদ সুধীর গুপ্তা ও অনন্ত নায়ক। তার জবাবে মন্ত্রী জানান, প্রতিটি গাড়ি তৈরির খরচ পড়ছে ২৮ কোটি টাকা। উচ্চগতির ট্রেনে অনেক জটিল প্রযুক্তি ব্যবহার করতে হয়। বিশেষ করে এয়ারটাইট কার বডি, অ্যারোডাইনামিকের বিষয় রয়েছে। ট্রেনের ওজন, গরম হয়ে যাচ্ছে কিনা, হাওয়া চলাচল, বাতানুকূল যন্ত্র ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তা দেখতে হয়।
লোকসভায় রেলের উন্নয়ন নিয়ে একগুচ্ছ বিবৃতি দিয়ে মন্ত্রী এদিন -আমেদাবাদ হাই স্পিড রেল নিয়েও আপডেট জানিয়েছেন। কেন্দ্রের এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে জাপান। দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে। এই প্রজেক্টের দৈর্ঘ্য প্রায় ৫০৮ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মোট ১২টি স্টেশনে থামবে এই ট্রেন।