দক্ষিণ ২৪ পরগনা: বদলি রুখতে মহকুমা শাসকের দ্বারস্থ মথুরাপুর এক নম্বর ব্লকের ১৩ জন আইসিডিএস কর্মী (ICDS Worker)। আইসিডিএসের ১৩জন কর্মীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে রাতারাতি বদলির নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের সিডিপিও। কিন্তু অভিযোগ, বদলির কারণ জানতে বারংবার সিডিপিও, বিডিও অফিস এমনকী থানার দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি। এরপর মঙ্গলবার একপ্রকার বাধ্যহয়েই বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে ডায়মন্ড হারবারের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন ‘ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের সদস্যরা।
প্রসঙ্গত, আইসিডিএস কর্মীরা মূলত সেন্টার পরিচালনা এবং শিশুদের খাওয়ানোর পাশাপাশি প্রসূতি মায়েদের সহযোগিতার জন্য কাজ করেন। মূলত দৈনিক রোজের ভিত্তিতেই তাঁদের সাম্মানিক দেওয়া হয়ে থাকে৷ যাতে স্থানীয় শিশু ও প্রসূতিদের সহযোগিতা করা যায়, সেজন্য বাড়ির কাছাকাছি সেন্টারেই দায়িত্ব দেওয়া হয় আইসিডিএস কর্মীদের। কিন্তু মথুরাপুর-১ ব্লকের সিডিপিও আচমকা এতজন কর্মীকে বদলির নির্দেশ দেওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যার মুখে পড়েছেন কর্মীরা। পাশাপাশি শিশু ও প্রসূতিদের পরিষেবা দেওয়াতেও কিছুটা সমস্যা তৈরি হবে। এই পরিস্থিতিতে বদলি রোখার দাবিতে মহকুমাশাসকের কাছে আবেদন জানালেন তাঁরা।
আরও পড়ুন: জলের কল থেকে ছড়াচ্ছে ডায়রিয়া! হুগলির গ্রামে ছড়াল নতুন আতঙ্ক
দেখুন অন্য খবর: