অ্যাডিলেড: অ্যাডিলেডে গোলাপি আতঙ্ক যেন ভারতীয় দলের পিছু ছাড়ছে না। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ ভারতের ব্যাটাররা। অজি পেস আক্রমণের সামনে রীতিমতো দিশেহারা দেখাল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। অথচ সেই পিচেই কয়েকঘন্টা আগে দাপুটে সেঞ্চুরি হাঁকিয়ে গেলেন ট্র্যাভিস হেড। ১৪১ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন এই বাঁ হাতি অজি ব্যাটার। মহম্মদ সিরাজের ইয়র্কারে হেডের স্টাম্প ছিটকে যায়। তাঁকে আউট করেই বিশ্রী অঙ্গভঙ্গি করতে দেখা যায় সিরাজকে। অজি ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা যায় তাঁকে। সেই নিয়ে নতুন করে ‘স্লেজিং’ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে অ্যাডিলেড ওভালের মাঠে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন ট্র্যাভিস হেড। সেই সময় সিরাজের সঙ্গে তাঁর কী বাকবিতন্ডা হয়েছিল, তা খোলসা করলেন তিনি।
আরও পড়ুন: হারের মুখে ভারত, ভরসা শুধু ঋষভ পন্থ
বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়ে গিয়ে এই বিষয়ে মুখ খোলেন হেড। তিনি বলেন, “আমি ওঁকে বলেছিলাম, ‘ওয়েল বোল্ড’, তবে ও অন্য কিছু বুঝল। ও আমাকে যখন প্যাভিলিয়নে দিকে আঙুল তুলে নির্দেশ দিল, তখন আমিও পাল্টা দিলাম। অতীতের কয়েকটা ইনিংস থেকে যেভাবে গোটা বিষয়টি গড়াল, তাতে আমি রীতিমত হতাশ। ঘটনা হল এটাই। এভাবে যদি ওঁরা প্রতিক্রিয়া ব্যক্ত করে, নিজেদের প্রতিনিধিত্ব করে, তাহলে সেটাই হোক।” সিরাজের এমন ব্যবহারের নিন্দা করেছেন খোদ সুনীল গাভাসকরও। ধারাভাষ্য করার সময় সানি বলেন, “সিরাজ যদি হেডকে অভিবাদন জানাত, তাহলে বরং দর্শকদের মনে জায়গা করে নিতে পারত। তার বদলে ও যা সেন্ড অফ দিল, তাতে এখন খলনায়ক হয়ে গেল।” পাশাপাশি অনভিপ্রেত এই ঘটনা নিয়ে প্রাক্তন অজি বোলার স্টুয়ার্ট ক্লার্ক বলেন, এর জন্য সিরাজের জরিমানা হতে পারে। যদিও এই বিষয়ে আইসিসি-র তরফে এখনও কোনও আপডেট সামনে আসেনি।
দেখুন আরও খবর: