শ্রীনগর: দেশের জন্য শহিদ হয়েছেন সেনা জওয়ান কর্নেল সন্তোষ মাহাধিক(Colonel Santosh Mahadik)। জম্মু-কাশ্মীরের(jammu kahmir) রাহিনোতে অভিযান চালানোর পর ২০০৩ সালে তিনি বীরত্বের জন্য সেনা পদক পান। ২১ নম্বর ব্যাটেলিয়নের আধা সামরিক ফোর্সের জওয়ান ছিলেন মাহাধিক।
২০১৫ সালে কুপওয়ারার অভিযান চালানোর সময় শহিদ হন তিনি। বন্ধুকে মনে রেখেছেন তাঁর সহপাঠীরা। দীপাবলিতে কর্নেলের সহপাঠীরা তাঁর ইউনিটের জন্য ৩০০ গ্রাম মিষ্টি পাঠালেন।
আরও পড়ুন:‘মোস্ট ওয়ান্টেড’ লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে দেশে ফেরাতে মরিয়া মুম্বই পুলিশ
কর্নেল সন্তোষ মাহাধিক মহারাষ্ট্রের সেনা জওয়ান ছিলেন। উত্তর কাশ্মীরের কূপওয়ারায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর-এ অভিযানে ছিলেন তিনি। ৪১ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ মাহাদিক, ২০১৫ সালে কুপওয়ারার হাজি নাকা বনাঞ্চলে অপারেশনের সময় গুরুতরভাবে আহত হন এবং পরে একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
কর্নেলের স্মৃতিতে তাঁর সহপাঠীরা ৩০০ কেজি মিষ্টি বাক্স পাঠালেন। বক্সগুলি চণ্ডীগড় থেকে শ্রীনগর বিমানবন্দরে বিমানবাহিনীর পরিবহন বিমানে পাঠানো হয়। সেখানে অবতরণ করার পরে সেনাদের মধ্যে বিতরণের জন্য ৪১ রাষ্ট্রীয় রাইফেলসের কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
দেখুন অন্য খবর:
।