সিমলাপাড়া: সাত সকালেই প্রচার সারলেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। রবিবার সকালে প্রথমে সিমলাপালের তালদা গ্রামের চন্ডী মন্দিরে প্রনাম সেরে, পরে বিধানসভা কেন্দ্রের বিক্রমপুর অঞ্চলের শালবনিসহ একাধিক গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।
আরও খবর: এবার দীপাবলিতে ট্রেন্ডে পাতা টুনি
স্থানীয় সূত্রে খবর, দলীয় কর্মীদের নিয়ে সাইকেলে চড়ে শালবনী,আসনবনী, বাঁদরদোলা সহ একাধিক গ্রামে প্রচার সারলে ফাল্গুনী। প্রচারে বেরিয়ে ফাল্গুনীর দাবি, দিদির দেওয়া সাইকেল পড়ুয়াদের খুব উপকার হচ্ছে। সেই সাইকেলে চড়েই প্রচার সারলাম। মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূলকেই ভোট দেবেন ।
প্রার্থীর সাথে প্রচারে ঘুরে দলের এক কর্মী জানান, প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূলকে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। দিদির দেওয়া সাইকেলে প্রচার সারলাম।
দেখুন আরও খবর: