কলকাতা: বাবাসাহেব আম্বেদকরকে (B R Ambedkar) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ‘ফ্যাশন’ মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। ইতিমধ্যে এই ঘটনাকে নিয়ে সংসদ ভবনে (Parliament) ঘটে গিয়েছে ধস্তাধস্তির ঘটনা। আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে দিল্লি থেকে বিভিন্ন রাজ্যে। এবার পশ্চিমবঙ্গেও এই ঘটনার প্রতিবাদে পথে নামার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৩ ডিসেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, “আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।”
গত মঙ্গলবার সংসদে যখন সংবিধান নিয়ে আলোচনা শুরু হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।”এখানেই শেষ নয়, এদিন শাহ আরও বলেন, “১০০ বার আম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তাঁর প্রতি আপনাদের অনুভূতি কী?’’ তিনি আরও বলেন, “জহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন তিনি।”
আরও পড়ুন: ধান কেনাবেচায় স্বচ্ছতা আনতে ত্রিস্তরীয় কমিটি তৈরির নির্দেশ নবান্নর
তারই প্রতিবাদে বুধবার থেকে উত্তপ্ত হয় সংসদের উভয় কক্ষ। কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর প্রতিবাদে সরব হন কয়েকদিন আগেই। সামাজিক মাধ্যমে মমতা লেখেন, “এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার! সংবিধানবিরোধী বিজেপি বারংবার মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনে চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিতবিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।” আর এবার তিনি সরাসরি এর প্রতিবাদে পথে নামার কথা ঘোষণা করে দিলেন।
দেখুন আরও খবর: