কলকাতা: দলবিরোধী মন্তব্যের জন্য হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শোকজ করা হচ্ছে। মঙ্গলবার বিধানসভার বাইরে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক। এর ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই শোকজ করা হল হুমায়ুন কবীরকে। তিন দিনের মধ্যে দিতে হবে জবাব। বুধবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ভরতপুরের বিধায়ককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর কাছে যে চিঠি পাঠানো হচ্ছে তাতে লেখা রয়েছে, তিনি দলকে নিয়ে প্রকাশ্যে যে বক্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে। যার জেরে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন, তা জানাতে বেঁধে দেওয়া হয়েছে তিনদিনের সময়।
অন্য খবর দেখুন