কল্যাণী: থ্রেট কালচারের ছবি ধরা পড়ল কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সুপারের ঘরে ঢুকে টেবিলে চাপড় মেরে আইনজীবীকে হুমকি দিচ্ছে তৃণমূল নেতা। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে সুপার অনিরুদ্ধ ঘোষের সামনেই লিগ্যাল অ্যাডভাইজারকে প্রাণে মেরে ফেলার হুমকির দিচ্ছে হাসপাতালেরই ছাত্রনেতা তথা ডাক্তারি পড়ুয়া শেখ মোহাম্মদ অখিল। সেই ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে (Kalyani JNM Medical)।
বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার রাজ্যের একাধিক মেডিকেল কলেজে ‘থ্রেট কালচারের’ ছবি সামনে এসেছে। হাসপাতালে লিগাল অ্যাডভাইজারকে প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ উঠল হাসপাতালেরই এক ছাত্রনেতা শেখ মোহাম্মদ অখিল নামে এক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। জানা যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং কল্যাণী জেএনএম কলেজের লিগাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষকে প্রাণে মারার হুমকি দিয়েছে জে এন এম হাসপাতালের কমিউনিটি মেডিকেলের পিজিটি পড়ুয়া শেখ মোঃ অখিল। এ বিষয়ে অনিরুদ্ধ বাবু জানাচ্ছেন, হাসপাতালে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম চলে। কোন সময় মহিলাদের হোস্টেলে ঢুকে ভাঙচুর,টাকার বিনিময়ে অক্সিজেন দেওয়া, এবং রোগীর পরিষেবায় বিঘ্ন ঘটানো। জুডিসিয়ারির বিষয়েও এরা নানা কারণে নাক গলায়। হাসপাতালে ঘটে চলা বিভিন্ন রকম অনিয়মের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন অনিরুদ্ধ। তারপরেই তার উপর চড়াও হয় শেখ মোহাম্মদ অখিল নামে ওই ডাক্তারি পড়ুয়া। এরপর তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।
আরও পড়ুন: ১৫ সেপ্টেম্বরের পর আবাস যোজনার সমীক্ষা রাজ্যের
যদিও জে এন এম হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ বাবুর দিকেও আঙুল তুলেছেন অনিরুদ্ধ ঘোষ। তাঁর অভিযোগ, প্রাক্তন প্রিন্সিপালের মদতেই এই সমস্ত কাজকর্ম হাসপাতালে হচ্ছিল। তারই প্রতিবাদ করতে গেলে তাকে মৃত্যু হুমকি দেয় অখিল। এরপরই কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অনিরুদ্ধ বাবুর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া শেখ মোহাম্মদ অখিল। তিনি জানাচ্ছেন, হাসপাতালে একাধিক দুর্নীতি হচ্ছিল তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল সে। তাই তাকে অপদস্ত করতে এবং তাকে কিভাবে সর্বসমক্ষে অপমানিত করা যায় তারই উদ্যোগ নিয়েছিলেন অনিরুদ্ধ বাবু।দুর্নীতি বিপক্ষে তিনি রুখে দাঁড়ালে তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকিও নাকি দিয়েছেন অনিরুদ্ধ ঘোষ। তবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। যদিও অনিরুদ্ধ বাবুর সঙ্গে অখিলের তর্কাতর্কির কথা স্বীকার করে নিয়েছে অখিল নিজেও।এখন দেখার এই বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে।
দেখুন ভিডিও