মালদহ: ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল কর্মীর পর এবার তৃণমূল নেতার ছেলে সহ চারজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। মালদহ বৈষ্ণবনগর থানার বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্যাব কেলেঙ্কারিতে পূর্ব বর্ধমান পুলিশ প্রায় ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বৈষ্ণব নগরের চারজনকে গ্রেফতার করল।
আরও পড়ুন: আর চলবে না ফাঁকিবাজি, এবার নবান্নে হাজিরায় বাধ্যতামূলক বায়োমেট্রিক
ধৃতরা হল রকি শেখ, পিন্টু শেখ, শ্রবন সরকার ও জামাল শেখ। এরমধ্যে শ্রবণ সরকারের বাবা জিতেন্দ্রনাথ সরকার কালিয়াচক তিন নম্বর ব্লকের তৃণমূলের এস সি সেলের সভাপতি রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানা চকসেহেরদী গ্রামের বাসিন্দা ও শ্রবণ সরকার এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। ধৃতদের দুজনের সাইবার ক্যাফে রয়েছে। মঙ্গলবার রাতে শ্রবণ জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে আসে। রাতভর জিজ্ঞাসাবাদ এর পর তাদের গ্রেফতার করে পুলিশ। বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় ১৫ টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরী, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে খবর, আরো অনেকে ট্যাব কেলেঙ্কারির এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। রকিকে পুলিস প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। প্রসঙ্গত মঙ্গলবার মালদহের বৈষ্ণবনগর এলাকা থেকে হাসান আলি শেখ নামে একজনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। সেও তৃণমূল কর্মী।
অন্য খবর দেখুন