জয়গাঁ: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ সভা তৃণমূলের (Protest Meeting Trinamool)। লোকসভা ভোটের আগে একশো দিন ও আবাস যোজনার বকেয়া টাকা না মিললে, কোনও বিজেপি নেতৃত্বদের নিজের এলাকায় ভোট প্রচার করতে দেবেন সাধারণ মানুষ। সীমান্তবর্তী শহর জয়গাঁয় (Joygaon) প্রতিবাদ সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতৃত্বরা। আবাস যোজনা এবং ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে জয়গাঁ এলাকায় প্রতিবাদ সভা করে তৃণমূল।
আরও পড়ুন: ঝালদায় গরু চুরি করতে হাতেনাতে ধরা পড়ল পাচারকরী
বুধবার এই প্রতিবাদ সভায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকেরা উপস্থিত হন। প্রায় প্রত্যেকেই জব কার্ড হাতে এদিনের সভায় আসেন এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠেন। এই সভায় তৃণমূলের কালচিনি ব্লক সাধারণ সম্পাদক হায়দার আনসারী, তৃণমূল যুব কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি পবন লামা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের এই প্রতিবাদ সভার বিষয়ে হায়দার আনসারী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের লড়াই আমাদের সঙ্গে। এখানে সাধারণ মানুষের অধিকার কেন কারা হচ্ছে। লোকসভার আগে একশো দিন ও আবাস যোজনার টাকা না পেলে কোনও বিজেপি নেতৃত্বদের নিজের এলাকায় বা ওয়ার্ডে ভোট প্রচার করতে দেবেন না সাধারণ মানুষ।
আরও অন্য খবর দেখুন