বসিরহাট: ভোট পরবর্তী হিংসায় ( Post Poll Violence) উত্তপ্ত মিনাখাঁ। আক্রান্ত বিজেপি কর্মী। ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় ঘরছাড়া আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার আক্রান্ত সমর্থকদের দেখতে সন্দেশখালি যাবার পথে মিনাখাঁয় সুকান্ত গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল।
রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার ছবি,এবার বাদ গেল না উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মিনাখাঁর বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অশান্তির খবর উঠে এসেছে। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে ও তাদের সঙ্গে দেখা করতে মিনাখাঁয় যান। মিনাখাঁ যাওয়ার পথে বটতলার কাছে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা। পাশাপাশি জয় বাংলা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: হারের দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন বিজেপির জেলা সভাপতি
সুকান্ত মজুমদার বলেন, বাংলায় ভোটের নামে প্রহসন হয়েছে। নিরপেক্ষ ভোটে বাধা দিয়েছে রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা এখনও চলছে। বর্ধমানে পার্টি অফিস পোড়ানোর চেষ্টা হয়েছে। রাজ্য প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে বিজেপি চুপ করে বসে থাকবে না।
অন্য খবর দেখুন