নন্দীগ্রাম: চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীর দোকানে তালা (Trinamool workers lock shop) ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ২৯ নভেম্বর দলের কলকাতা চলো কর্মসূচির জন্য চাঁদা না দেওয়ায় নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীর দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনা নন্দীগ্রামের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের (Boyal 2 Gram Panchayat of Nandigram) বেদমন্দির স্ট্যান্ডে। তৃণমূল কর্মী নব কুমার সামন্তের অভিযোগ, তিনি সক্রিভাবে তৃণমূল করেন বলেই বিজেপি এই জুলুমবাজি করেছে। তাঁকে অশ্রাব্য গালিগালাজও করেন স্থানীয় বিজেপি নেতারা।
দোকানদার নব কুমার সামন্তের অভিযোগ, সোমবার দুপুরে বিজেপি নেতা তথা পঞ্চায়েতর উপপ্রধান চন্দ্রকান্ত মন্ডল এসে কলকাতা চলো কর্মসূচিতে চাঁদা দিতে বলেন। নবকুমার সামন্ত রাজি না হওয়ায়, চন্দ্রকান্ত মন্ডল ও তার সমর্থকরা তৃণমূল কর্মীর দোকানে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস কর্মী সেই জন্যই ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতা তথা উপ-প্রধান চন্দ্রকান্ত মন্ডল এই তালা দিয়েছে দোকানে।
আরও পড়ুন: মিড ডে মিলে পুরনো খিচুড়ি মিশিয়ে রান্নার অভিযোগ, বিক্ষোভ বাসিন্দাদের
তবে বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানের ট্রেড লাইসেন্স, ট্যাক্স প্রভৃতি কাগজপত্র ঠিকঠাক নেই। বারবার পঞ্চায়েত থেকে বলা সত্ত্বেও পঞ্চায়েতে দেখা করেনি। কিংবা কোন বৈধ নথিও দেখাতে পারেনি। তাই পঞ্চায়েত থেকে তার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও ভাবে রাজনৈতিক যোগ নেই। ইতিমধ্যে দোকানদার থানায় অভিযোগ করেছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন।
আরও অন্য খবর দেখুন