নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হয়ে ব্যাপক প্রচার করেন স্পেস এক্স, টেসলার মালিক এলন মাস্ক (Elon Musk)। বিজয়ী ভাষণে মাস্ককে একজন তারকা বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। কিন্তু, তাই বলে বিশ্বের সব থেকে প্রভাবশালী দেশ আমেরিকার বিদেশনীতি বা প্রশাসনেও কি মাস্কের বড় ভূমিকা থাকতে চলেছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার সময় কথোপকথনে এলন মাস্ককেও ট্রাম্পকে সঙ্গে নেওয়ায় সেই ইঙ্গিত পেল বিশ্ব। মহাকাশে স্পেস এক্স, সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডল, মস্তিষ্ক-কম্পিউটারের উদ্ভাবনীতে নিউরোলিঙ্ক, এরপর কি বিশ্বের সব থেকে প্রভাবশালী দেশ আমেরিকার মাধ্যমে সারা বিশ্বে ছড়ি ঘোরাবেন ধনকুবের মাস্ক?
জানা গিয়েছে, ট্রাম্প এবং জেলেনস্কি ফোনে কথা বলার সময় এলন মাস্ক ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোর প্রেসিডেন্ট-নির্বাচিত বাসভবন এবং বিলাসবহুল রিসর্ট মার-এ-লাগোতে ছিলেন। ওই ফোন ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের কাছে এনেছিলেন। স্পেস এক্স প্রতিষ্ঠাতাকে জেলেনস্কির সঙ্গে কথা বলিয়ে দেন। তাতে ইউক্রেনের প্রতি আমেরিকার নীতিতে কোনও পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন কি না তা এখনও জানা যায়নি। তবে বিজয় ভাষণে ট্রাম্প বলেছিলেন, তিনি যুদ্ধ শুরু করবেন না, তবে তাদের শেষ করতে সহায়তা করবেন।
আরও পড়ুন: হাসিনা দেশ ছাড়ার পর প্রথম কর্মসূচি আওয়ামি লিগের, পাল্টা হুঁশিয়ারি সরকারের
দেখুন অন্য খবর: