নয়াদিল্লি: আমেরিকার (US) গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের (FBI) পরবর্তী ডিরেক্টর পদে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাছলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে (Kash Patel)। ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন তিনি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর নেতৃত্ব দেওয়ার জন্য কাশ প্যাটেলকে মনোনীত করেছেন। ট্রাম্প বলেছেন, আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে কাশ প্যাটেল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরবর্তী ডিরেক্টর হিসাবে কাজ করবেন। কাশ একজন আইনজীবী, তদন্তকারীর ভূমিকায় কর্মজীবন কাটিয়েছেন দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার রক্ষার জন্য।
প্যাটেল এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার রে-র (Christopher Wray) স্থলাভিষিক্ত হবেন। যাঁকে ট্রাম্প ২০১৭ সালে ১০ বছরের মেয়াদের জন্য নিযুক্ত করেছিলেন। ক্রিস্টোফারের মেয়াদের তিন বছর বাকি থাকায় তিনি পদত্যাগ করবেন বা বরখাস্ত করবেন বলে আশা করা হচ্ছে। প্যাটেলকেও সেনেটের দ্বারা নিশ্চিত করা হবে। সম্ভবত বিরোধিতার মুখোমুখি হতে পারেন। কাশ্যপ প্রমোদ প্যাটেল বা কাশ প্যাটেল নিউইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা ভারতীয়।
আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপ ভারতের! জানুন আপডেট
দেখুন অন্য খবর: