নয়াদিল্লি: এবার ভোটে কারচুপির অভিযোগ উঠল আমেরিকাতেও (US)। ব্যালট চুরির অভিযোগে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দলের নেতা। ধৃত নেতার নাম ল্যারি সাভেজ। ইন্ডিয়ানা প্রদেশ থেকে রিপাবলিকান পার্টির টিকিটে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে লড়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, ইন্ডিয়ানা প্রদেশের ম্যাডিসন কাউন্টিতে একটি ভোটকেন্দ্রে ভোটপর্ব শুরুর আগে ব্যালট পরীক্ষার কাজ চলছিল। সেই সময় তিনটি ব্যালট নিখোঁজ হয়। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায় ল্যারি ভাঁজ করে ব্যালট পকেটে ঢোকাচ্ছেন। মঙ্গলবার তাঁর বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় তিনটি ব্যালট। আগামী ৫ নভেম্বর নির্বাচনের আগে আমেরিকার ৪০টি প্রদেশে শুরু হয়েছে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটদানের পালা।
আরও পড়ুন: রাশিয়ায় ১০,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া!
দেখুন অন্য খবর: