হাবড়া: রাজ্যে ফের ধরা পড়ল বাংলাদেশি (Bangladeshi) নাগরিক। জাল আধার কার্ড (Adhaar Card) সহ দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল পুলিশ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া (Habra)। জানা গিয়েছে, ধৃত দুই মহিলার কাছে ভারতে আসার বৈধ কোনও কাগজপত্র পাওয়া যায়নি। সেই কারণে তাঁদের গ্রেফতার করে পুলিশ (West Bengal Police)। পাশাপাশি, বাংলাদেশিদের অবৈধভাবে আশ্রয় দেওয়ার অপরাধে এক স্থানীয় যুবককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাল আধার কার্ড তৈরির একটি চক্রের হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। সেই অসাধু চক্রের তিনজনকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
হাবড়া থানা পুলিশ জানিয়েছে, ধৃত দুই বাংলাদেশি মহিলা সন্ধ্যা রায় (৪৩) এবং সুপর্ণা রায় (১৮)। তাঁরা বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে জানা গিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। দু’জনেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন বলে খবর। সেই কারণে তাঁদের কাছে কোনও পাসপোর্ট বা বৈধ নথি পাওয়া যায়নি। তাই তাঁদের আশ্রয় দেওয়া অভিযোগে অমিত মন্ডল নামের এক অশোকনগরের যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে এই দুই মহিলা কী উদ্দেশ্যে কাঁটাতার পেরিয়ে ভারতে এসেছিলেন, তা জানতে এখনও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তাঁদের কোনও অসাধু উদ্দেশ্য ছিল কিনা, তাও জানার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: সৌদি থেকে টাকা লেনদেন! জঙ্গিকে জেরায় মিলল ভয়ঙ্কর তথ্য
ধৃত বাংলাদেশি মহিলাদের কাছে জাল আধার কার্ড পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করে নকল নথি তৈরির একটি চক্রের হদিশ পাওয়া যায়। চক্রে জড়িত তিনজনকে পাকড়াও করেছে পুলিশ। এর মধ্যে মতিউর রহমান নামে একজন বাংলাদেশিও রয়েছে বলে খবর। মঙ্গলবার সকালে তাঁদের বারাসাত আদালতে পেশ করা হয়।
দেখুনা আরও খবর: