কলকাতা: পশ্চিমবঙ্গে আরও একজোড়া নতুন বিশ্ববিদ্যালয় হতে চলেছে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিল পেশ হতে চলেছে বিধানসভায়। সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই একজোড়া বিল পেশ করা হবে রাজ্যের তরফে। জানা গিয়েছে, এই দুই বিশ্ববিদ্যালয়ের বিল বিধানসভায় পাশ হয়ে গেলেই সেগুলির নির্মাণ শুরু হবে। রামকৃষ্ণদেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই দুই বিশ্ববিদ্যালয় হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় তৈরি হবে উত্তর ২৪ পরগণা জেলার খড়দহ থানার অন্তর্গত আগরপাড়ায়। পাশাপাশি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে।
আরও পড়ুন: মঙ্গলে দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ৩ দিনের সফরে কী কী কর্মসূচি?
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন অধ্যাপক ডক্টর নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন অধ্যাপক ডক্টর কল্লোল পাল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন শংকর কুমার নাথ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন অধ্যাপক ডক্টর রুপ কুমার বর্মন, রানী রাসমণি গ্রীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন অধ্যাপক ডক্টর অমিত কুমার পান্ডা, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন অধ্যাপক ডক্টর প্রবীর কুমার চক্রবর্তী। এখন আরও দু’টি বিশ্ববিদ্যালয়ের নির্মাণের বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
দেখুন আরও খবর: