মুম্বই: বিজেপিমুক্ত মহারাষ্ট্র লক্ষ্য। বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত মহা বিকাশ আঘাদি – শারদ পাওয়ারের। অক্টোবর মাসে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন (Maharashtra Assembly Election) অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি) ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে শারদ পাওয়ার বলেন, লোকসভা নির্বাচনে যেভাবে জোট বেঁধে লড়াই করা হয়েছে। সেই ভাবে বিধানসভা নির্বাচনেও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। এটা জোট শরিকদের নৈতিক দায়িত্ব। মহা বিকাশ আঘাদি সেই শর্ত মেনেই লড়াইয়ের ময়দানে নামবে।
আরও পড়ুন: ভোটের পরে প্রথম মন কী বাতে মোদির মুখে গণতন্ত্র
রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শরদ পওয়ার বলেন, রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আগামী বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে একজোট হয়েই লড়বে বিরোধী শিবির। পাওয়ার বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যেভাবে মহাভারতে অর্জুনের নিশানা ছিল মাছের চোখ, ঠিক সেই ভাবেই আমাদের নজর বিধানসভা নির্বাচন। কংগ্রেস, এনসিপি (এসপি) ও শিব সেনা (উদ্ধব) একজোট হয়ে এই নির্বাচন লড়বে। মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গে পাওয়ার জানান, বিরোধী জোটের তিন শরিক দল কংগ্রেস, এনসিপি (এসসিপি) এবং শিবসেনা (ইউবিটি)-র নেতারা মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি।
দেখুন ভিডিও