নয়াদিল্লি: মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপি (BJP) জোটের মুখ্যমন্ত্রী ঘোষণার আগেই বিরোধী মহাবিকাশ আঘাড়ি (Mahavikas Aghadi) জোটে ভাঙনের ইঙ্গিত? কংগ্রেসের সঙ্গে ঘর বেঁধে বিধানসভা নির্বাচনে খারাপ ফল হওয়ায় কংগ্রেসের সঙ্গে জোট ছাড়বে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিবসেনা? অন্তত শিবসেনার অভ্যন্তরে সেই দাবি উঠতে শুরু করেছে। বিশেষ করে মহারাষ্ট্রে আগামী পুরসভা নির্বাচনে একলা চলো রে-র পক্ষে সওয়াল শিবসেনা নেতাদের একাংশের। শিবসেনা নেতা অম্বাদাস দানবে এই দাবি তুলেছেন। বৃহন্মুম্বাই পুরসভা কব্জায় রাখার দিকে নজর উদ্ধবের। দেশের বাণিজ্যিক রাধানী মুম্বই দখলে রাখাই এখন প্রধান লক্ষ্য উদ্ধবের। তা না হলে রাজনৈতিক আকর্ষণের অস্তিত্ব হারাবে উদ্ধবের শিবসেনা।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের দল শিবসেনা মাত্র ২০টি আসন জিতেছে। শিবসেনার একাংশের আশঙ্কা, বংশপরম্পরায় মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরের দল শিবসেনার যে ভোট ব্যাঙ্ক রয়েছে তা সরে যাচ্ছে। পুর নিগম নির্বাচনে এবার নিজের সমর্থন যাতে অটুট থাকে সেটাই চিন্তা। এই মুহূর্তে মুম্বইয়ে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) তিন সাংসদ ও ১০ জন বিধায়ক রয়েছে। তাই মুম্বইয়ে দখলদারি বাঁচাতে চায় উদ্ধব। এদিকে দল ছেড়ে বেরিয়ে একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা অনেক বেশি মজবুত এখন। মুম্বই বাঁচাতে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর অনেক নেতাই চাইছেন, দলের পুরনো হিন্দুত্বের অ্যাজেন্ডাতেই ফিরতে। তাই কংগ্রেসের সঙ্গ ছাড়ার পক্ষে সওয়াল।
আরও পড়ুন: সংবিধান হাতে লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা
তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি জোট ভোটে লড়েছিল। আমরা ভালো ফল করেছিলাম। বিধানসভা নির্বাচনে ভালো ফল হয়নি। এই ব্যাপারে জোটের তিন দলের নেতা বৈঠকে বসে চর্চা করব। হয়তো হেরে গিয়ে দলের কোনও নেতার মনে হয়েছে এই জোটে আমাদের কোনও লাভ হয়নি। এটা তাঁদের ব্যক্তিগত মত।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি জোট ৪৬টি আসন পেয়েছে। তার মধ্যে কংগ্রেস জয় পেয়েছে ১৬টি আসনে। এনসিপি (এসপি) ১০টি আসনে ও শিবসেনার উদ্ধব ঠাকরের গোষ্ঠী ২০টি আসনে জয় পেয়েছে। গত লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি ৪৮টির মধ্যে ৩১টি আসন পেয়েছিল। তার মধ্যে কংগ্রেস পায় ১৩টি আসন, উদ্ধব সেনা ৯টি, এনসিপি (এসপি) ৮টি আসন পায়। এদিকে জানা গিয়েছে, মহারাষ্ট্র বিধানসভার ফল পর্যালোচনা করতে শুক্রবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসবে।
দেখুন অন্য খবর: