নয়াদিল্লি: ইউপিএসসি (UPSC) প্রিলিমস পরীক্ষার জন্য নেট (Net) পরীক্ষার দিন পরিবর্তন করা হল।ইউজিসি (UGC) চেয়ারম্যান এম জগদেশ কুমার সোমবার সন্ধ্যায় ঘোষণা করেছেন যে এবছর ইউজিসি নেট পরীক্ষার তারিখ ১৬ জুন এর জায়গায় ১৮ জুন হবে। ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা থাকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং ইউজিসি প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন দাবির কারণে ১৬ জুন (রবিবার) এর বদলে ১৮ জুন (মঙ্গলবার) ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি একদিনে ভারত জুড়ে ওএমআর মোডে ইউজিসি নেট পরিচালনা করবে৷ এনটিএ শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে।
আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর লোহা দিয়ে নাম খোদাই করল যুবক
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে (ইউজিসি) এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছিল। যাতে ১৬ জুনের জন্য নির্ধারিত ইউজিসি নেট পরীক্ষার প্রস্তাবিত তারিখ পরিবর্তন করার আহ্বান জানিয়েছিল। এবিভিপি একই তারিখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা ইউপিএসসি প্রিলিম পরীক্ষার সময়সূচি রয়েছে বলে জানায়।
উল্লেখ্য, এনটিএ ২০ এপ্রিল তারিখের নোটিসে ইউজিসি পরীক্ষার তারিখ ১৬ জুন ঘোষণা করেছিল। একইভাবে, ইউপিএসসি তার বিজ্ঞপ্তি অনুসারে একই তারিখে সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা ঘোষণা করেছিল ১৯ মার্চ।
আরও খবর দেখুন