দিল্লি: লিঙ্গভিত্তিক হিংসা ও নারীদের উপর যৌন হয়রানি প্রতিরোধে নতুন পদক্ষেপ গ্রহণ করল ইউজিসি। বিশেষ করে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের উপর যৌন হয়রানি, গার্হস্থ্য হিংসা এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে ইউজিসি। আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত টানা ১৬ দিনব্যাপী এই সচেতনতা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একটি নোটিশের মাধ্যমে এই নির্দেশিকা জারি করেছে ইউজিসি।
আরও পড়ুন: কর্মী অন্য সংস্থায় চাকরি পেয়েছেন, ম্যানেজারের প্রতিক্রিয়া কাঁদাল নেট দুনিয়াকে
ইউজিসি জানিয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ওয়েবিনার আয়োজন করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে বিশেষত গার্হস্থ্য হিংসা আইন ২০০৫, পক্সো আইন ২০১২, যৌন হয়রানি আইন ২০১৩, এবং সাম্প্রতিক ভারতীয় ন্যায় সংহিতা ও নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ সম্পর্কে ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষকে সচেতন করা হবে। প্রয়োজনে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়েবিনার আয়োজন করতে নির্দেশও দেওয়া হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত প্রতিটি সচেতনতামূলক কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট তৈরি করে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
দেখুন আরও খবর: