নদিয়া: প্রেমের মর্মান্তিক পরিণতি। নৃশংসভাবে খুন হতে হল নাবালিকাকে। খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ভীমপুর থানার আদাপোতা গ্রামে। নাবালিকার নিথর দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডলকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি তাঁর। শেষমেশ গতকাল নাবালিকার পরিবারের পক্ষ থেকে ভীমপুর থানায় ‘মিসিং ডায়েরি’ করা হয়।
আরও পড়ুন: লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি! কী দেখানো হবে টিভিতে?
অভিযোগ হাতে পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে ভীমপুর থানার পুলিশ। গতকালকেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। সে ওই নাবালিকার প্রেমিক ছিল বলে জানা গিয়েছে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে, ওই নাবালিকাকে খুন করেছে সে। এছাড়াও, ধৃত ফারুক মণ্ডল জানায় যে, কিশোরীর মৃতদেহ নারায়ণপুরে পোঁতা আছে। সেই মোতাবেক সেখানে পৌঁছয় পুলিশ। উদ্ধার হয় দেহ। বর্তমানে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে দেহটি তোলার ব্যবস্থা করবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এদিকে মেয়ের জন্য বিচার চাইছেন তাঁর পরিবারের সদস্যরা।
দেখুন আরও খবর: