
শান্তিনিকেতন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) বিতর্কিত ফলক (Plaque Controversy) সরিয়ে নতুন ফলক বসানোর নির্দেশ দিল কেন্দ্র। ওই নতুন ফলকে কী কী লেখা থাকবে তাও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Union Education Ministry)। নির্দেশিকায় বলা হয়েছে, নতুন হেরিটেজ ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকবে। প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম থাকবে না, শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশে বিশ্বভারতীর পড়ুয়া, আবাসিক, আশ্রমিক সকলেই খুশি।
বিগত বেশ কিছুদিন ধরে চর্চায় ছিল বিশ্বভারতীর ওই হেরিটেজ ফলক। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়া শান্তিনিকেতনের ফলকে নাম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore)। কিন্তু তাতে বিশ্বভারতীর আচার্য হিসেবে প্রধানমন্ত্রী ও উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর নাম ছিল। তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। সমস্ত রাজনৈতিক দল উপাচার্যের তীব্র সমালোচনা করে। এমনকী বিজেপিও উপাচার্যকে ছেড়ে কথা বলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন। তাঁর নির্দেশে তৃণমূল বিশ্বভারতীতে টানা অবস্থান শুরু করেন। ৮ নভেম্বর উপাচার্যের কার্যকালের মেয়াদ শেষের পরের দিন সেই অবস্থান আন্দোলন তুলে নেওয়া হয়। অন্তর্বর্তী উপাচার্য হন কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক।
আরও পড়ুন: নিয়োগ কেলেঙ্কারির দায় জেলা সংসদের উপর চাপালেন মানিক
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নতুন ফলকের জন্য ছয় সদস্যের একটি কমিটিও গঠন করে দিয়েছে। তাতে চারজন বিভাগীয় প্রধান এবং কর্মসমিতির দুই সদস্য রয়েছেন। উপাচার্যও পদাধিকারবলে ওই কমিচির সদস্য। নতুন ফলকে লেখার জন্য একটি ছোটখাটো অনুচ্ছেদ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিষ্ঠান সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে তাতে। ইংরেজি, বাংলা এবং হিন্দি, তিন ভাষাতেই ওই অনুচ্ছেদ বিশ্বভারতীর নতুন ফলকে লেখা থাকবে।
আরও অন্য খবর দেখুন