নয়াদিল্লি: উদ্দেশ্য ছিল ১০ ফুট দূরত্ব পর্যন্ত শকওয়েভ তৈরির। বিস্ফোরণের লক্ষ্য ছিল দিল্লির সেনা স্কুল। এমনটাই মনে করা হচ্ছে। রবিবার সকাল সাতটা নাগাদ রোহিণীর প্রশান্ত বিহার এলাকার সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণ হয়। সাদা ধোঁয়ায় ঢেকে যায় স্কুলের আশপাশ। বিশাল এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এরকম ঘটনায় কঠিন ও তরল পদার্থের মধ্যে উচ্চচাপ সৃষ্টি করে গ্যাসে পরিণত করা হয়। বিস্ফোরণের পরে সেই গ্যাস দ্রুতগতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। তার জেরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। বিস্ফোরণের পরপরই বেশ কয়েকটি বাড়ি ও গাড়ির কাচ ভেঙে যায়। সিআরপিএফ স্কুলের দেওয়ালেও ফাটল ধরে যায়। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশের রিপোর্ট তলব করেছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর না, তবু ইমেলে স্বাস্থ্যসচিবকে সরানোর দাবি জুনিয়র ডাক্তারদের
দেখুন অন্য খবর: