কলকাতা: ঢাকায় আসছে রাষ্ট্রপুঞ্জের (United Nations) তদন্তকারী দল। রাষ্ট্রপুঞ্জের পক্ষে বাংলাদেশের (Bangladesh) রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুয়েন লুইস বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যকাণ্ডের তদন্তের জন্য রাষ্ট্রপুঞ্জের একটি প্রতিনিধিদল ঢাকা যাচ্ছে। জেনেভা থেকে ওই প্রতিনিধিদলটি ঢাকায় প্রাথমিক তথ্য অনুসন্ধানের কাজ করবে। বৃহস্পতিবার ঢাকার বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেন লুইস।
এদিন গোয়েন লুইস বলেন, এদিন সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে আমাদের কয়েকজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন। তাঁরা এসে প্রাথমিক তদন্তের কাজ করবেন। কীভাবে তাঁরা কাজ করবেন সে বিষয়ে চর্চা হবে। তদন্তকারী দলকে সাহায্য করবে অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন: বাংলাদেশে শান্তি দেখতে চান নরেন্দ্র মোদি
উল্লেখ্য, বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
আরও খবর দেখুন