কলকাতা: পোশাক ও লুকের জন্য অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed) বার বার উঠে এসেছেন শিরোনামে। ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৩৪ লক্ষেরও বেশি। অভিনেত্রীর স্টাইলে ভক্তদের মনে ঝড় তুলেছেন। এবার বিজ্ঞাপন সংস্থার আজব প্রস্তাবে রেগে লাল উরফি। নেটদুনিয়ায় প্রায়ই চর্চায় উঠে আসেন উরফি জাভেদ। কখনও তাঁকে পরতে দেখা গিয়েছে ব্লেড দিয়ে তৈরি পোশাক। কখনও আবার কাচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক। রুপোলি তবক গায়ে মেখে ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি প্রকাশ করেছেন উরফি। ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। অভিনব পোশাকের জন্য কখনও প্রশংসিত হয়েছেন। আবার কখনও কটাক্ষ শিকার হয়েছেন অভিনেত্রী। এ বার তিনি নিজেই ফেটে পড়লেন এক সংস্থার বিরুদ্ধে।
আরও পড়ুন: ৬ দিনেই ইতিহাস গড়ল ‘পুষ্পা ২: দ্য রুল’
সূত্রের খবর, বিজ্ঞপনী সংস্থা থেকে নাকি উরফিকে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি মেনে নেননি উরফি। ওই সংস্থার তরফে একটি ই-মেল করা হয় উরফিকে। সেখানে বলা হয়, “উরফির জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে। তিনি কি সম্পূর্ণ নগ্ন হবেন?” এই ই-মেলের প্রতিচ্ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। তার সঙ্গে লেখেন, “সমস্ত রকমের সীমা অতিক্রম করল এই ব্র্যান্ড। আমি অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন কিছু দেখিনি। আমার সহকারী দল বিষয়টি দেখে নেবে। হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা প্রস্তুত থাকুন।”
অন্য খবর দেখুন