লখনউ: গর্ভবতী মহিলাকে থানায় নিয়ে যাওয়ায় উত্তরপ্রদেশ পুলিশকে (Uttarpradesh police) এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফিরে পেতে স্বামীকে হেভিয়াস কর্পাস মামলার নির্দেশ দেয় হাইকোর্ট।
আদালত সূত্রে খবর, ২০২১ সালের এক অপহরণের মামলা সূত্রে ওই মহিলা ও তার নাবালক পুত্রকে ছয় ঘন্টারও বেশি থানায় আটকে রাখার অভিযোগ। তদন্তকারি অফিসারের এমন আচরণে বিস্মিত আদালতের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ। ঘটনার দিন বেলা বারোটা পনেরো নাগাদ মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’
স্বামীর হাইকোর্টে করা আবেদনে দ্রুত শুনানি সূত্রে জরিমানা সহ নির্দেশ জারি হওয়ার পর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে হাইকোর্টে মহিলা হাজির। মহিলাকে মুক্তির নির্দেশ।
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, খুব কম করে বললেও, পুলিশ এক্ষেত্রে তার দায়িত্ব পালনে আইনি পদ্ধতি থেকে বহুদূরে সরে গিয়েছে। কোন দ্বিধা না রেখেই বলা যায়, এক্ষেত্রে আইনি কর্তৃত্বের অপব্যবহার করেছেন তদন্তকারী অফিসার।
দেখুন অন্য খবর: