কলকাতা: হাথরসে (Hathras stampede) ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় এবার ভোলেবাবার নামে দায়ের করা হল এফআইআর। এই ঘটনায় শনিবারই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর। মধুকরকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও তথ্য। জানা গিয়েছে, শুধুমাত্র ভক্তদের দান নয়, উত্তরপ্রদেশের রাজনীতিতেও যোগ ছিল ভোলে বাবার সংগঠনের। আর সেখান থেকে আসত বিপুল পরিমাণ টাকা।
হাথরসের মর্মান্তিক ঘটনায় তদন্তে নেমে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর আত্মসমর্পণ করেন। জানা যাচ্ছে, হাথরসে সৎসঙ্গ আয়জনের মূল দায়িত্বে ছিলেন এই ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, মধুকর কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভোলে বাবার সংগঠন দ্বারা আয়োজিত অনুষ্ঠানগুলি পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করাই ছিল তাঁর মূল লক্ষ্য।
আরও পড়ুন: ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গিয়েছে, দাবি অমর্ত্যের
পুলিশ সুপার নিপুণ আগরওয়াল জানান, গত কয়েক মাসে মধুকরের কল রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাঁর নামে যে সব আর্থিক লেনদেন হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মধুকরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয় আদালতে। তবে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবারের ওই অনুষ্ঠানে ৮০ হাজার মানুষের জমায়েতের অনুমতি দিয়েছিল পুলিশ। তবে বাস্তবে সেখানে জমা হন আড়াই লাখের বেশি মানুষ।
অন্য খবর দেখুন