
কলকাতা: আগামী ২৫ তারিখ আপার প্রাইমারির (Upper Primary) প্যানেল প্রকাশ হবে। বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরুর ডেডলাইন ছিল কলকাতা হাইকোর্টের। গত ২৮ অগাস্ট ৪ সপ্তাহের ডেডলাইন স্থির করেছিল আদালত। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামী বুধবার প্যানেল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম এসএলএসটি হয়েছিল। এখনও নিয়োগ পাননি যোগ্যরা। দ্রুত নিয়োগের দাবিতে এদিনই রাস্তায় নামেন চাকরিপ্রার্থীরা। আর এদিনই প্যানেল প্রকাশের দিন ঘোষণা করা হল। হাইকোর্টের নির্দেশ থাকার পরও কেন এখনও প্যানেল প্রকাশ করা হচ্ছে না সে দাবিকে সামনে রেখেই এদিন পথে নামেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, আদালত ২৮ নভেম্বরের মধ্যে ১৪০৫২ জন প্রার্থীর নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দেয়। তারপরেও এসএসসির সক্রিয়তা নজরে আসছিল না।
আরও পড়ুন: সন্দীপ ঘনিষ্ঠ অভীককে নিয়ে অভিযোগ, চিঠি এসএসকেএমের ডিনের
আরও খবর দেখুন