নয়াদিল্লি: রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে দেশে জরুরি অবস্থা জারি করে লক্ষ লক্ষ ‘অবৈধ’ অভিবাসীকে আমেরিকা (Mass deportation of undocumented immigrants from the US) থেকে তাড়ানো হবে। সে তো অনেক কথাই বলেছিলেন, ভোটে জয়ী হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন ২৪ ঘণ্টার মধ্যে। তা তো এখনও হয়নি। যদিও ভোটে জিতলেও আনুষ্ঠানিকভাবে তিনি এখনও প্রেসিডেন্ট হননি। তবে তারই মধ্যে ট্রাম্প সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিক্রিয়ায় জানিয়ে দিলেন, লক্ষ লক্ষ ‘নথিহীন’ অভিবাসীকে দেশে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী নামিয়ে তাড়ানো হবে। ট্রাম্প প্রশাসন যে এর প্রস্তুতি শুরু করেছে সেই খবর পেয়ে এক রাজনৈতিক নেতা এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাতে প্রতিক্রিয়ায় ট্রাম্প লেখেন, ‘এটা সত্যি’ (True)। তাতেই হইচই শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। দেশের মধ্যে সেনা নামানোর জল্পনায় সিলমোহর দেওয়ায় আমেরিকার রাজনৈতিক মহলে তাঁর সমালোচনাও শুরু হয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে ভারতীয় সময় সোমবার রাতে এই খবর জানা গিয়েছে।
এতে কি ভারতীয়দের অনেকের চিন্তা বাড়বে? ট্রাম্প ধারাবাহিকভাবে এইচ-১বি (H-1B) ভিসার সমালোচনা করেছেন। দাবি করেছেন যে এটি আমেরিকান কর্মীদের জন্য কাজের সুযোগ কমিয়ে দেয়। তার আগের মেয়াদে এই ভিসা প্রত্যাখ্যানের হার তীব্রভাবে বেড়েছিল। তবে জানা গিয়েছে, ট্রাম্পের ভাষায় ‘অবৈধ’ অভিবাসীকে ব্যাপক হারে তাড়ানোর উদ্যোগ কার্যকর করতে গেলে আমেরিকার আদালতেও প্রশ্নের মুখে পড়তে পারেন ট্রাম্প। কারণ সেখানে সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে।