নয়াদিল্লি: সব বাবা চান, তাঁর সন্তান যেন থাকে দুধেভাতে। সন্তানের খুশির জন্য অনেক কঠোর সিদ্ধান্ত নেন। স্নেহের কাছে হার মানে ন্যায়-অন্যায় বোধ। কিন্তু, সেখানে আলাদা হওয়ার বার্তা দিতে চেয়েছিলেন আমেরিকার (US) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। শেষমেষ অপত্য স্নেহের কাছে হার মানল প্রশাসনিক দৃঢ়তা। প্রতিশ্রুতি ভঙ্গ করে বিদায় বেলায় দোষী সাব্যস্ত ছেলেকে বিশেষ ক্ষমতাবলে ক্ষমা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দুক সংক্রান্ত মামলায় ও ফেডারেল ট্যাক্স ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হন তাঁর ছেলে হান্টার বাইডেন (Hunter Biden)। তাতে তাঁর ২৫ বছর কারাদণ্ড হতে পারত। এই মাসেই তাঁর শাস্তি শুরু হওয়ার কথা ছিল। শুধু তাই নয়, বাইডেন এমনভাবে ওই শাস্তি মুকুব করে গিয়েছেন যে পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ফের তাঁর ছেলেকে ওই অভিযোগে শাস্তির আওতায় আনতে পারবেন না।
২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড় থেকে বাদ পড়ার আগে এবং পরেও বাইডেন জানিয়েছিলেন, যে তিনি তাঁর ছেলেকে ক্ষমা করবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরও সম্প্রতি জানিয়েছিলেন, হান্টার অন্য নাগরিকদের মতো আইনের মুখোমুখি হবেন। জুন মাসে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধের অভিযোগে হান্টারের দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁর প্রথম বিবৃতিতে বাইডেন বলেছিলেন যে তিনি তার ছেলের জন্য গর্বিত যে তিনি মাদকাসক্তি থেকে মুক্ত হয়েছেন। একইসঙ্গে জুরির রায় মেনে নিয়েছেন। তাঁর বক্তব্য ছিল, আমি বলেছিলাম আমি জুরির সিদ্ধান্ত মেনে চলব। আমি সেটাই করব। এবং আমি তাঁকে ক্ষমা করব না।
আরও পড়ুন: দাম কমিয়ে আদানি’র থেকেই বিদ্যুৎ কিনতে চায় বাংলাদেশ?
বাইডেন এখন বলছেন, তিনি এটি করার সিদ্ধান্ত নিলেন কারণ তাঁর ছেলেকে অন্যায়ভাবে বিচার করা হয়েছিল। হান্টারকে অন্য অপরাধীদের থেকে আলাদাভাবে দেখা হয়েছিল। শুধুমাত্র আমার ছেলে বলে আলাদা করা হয়েছিল। হান্টার বাইডেন, জো বাইডেনের একমাত্র জীবিত সন্তান। তাঁর বড় ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান। জো বাইডেনের প্রথম স্ত্রীর সঙ্গে আরেক সন্তান নাওমি বাইডেনের ১৯৭২ সালে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। দোষমুক্ত হয়ে এই বিষয়ে হান্টার বাইডেন বলেন, আমি আমার আসক্তির অন্ধকার দিনগুলিতে আমার ভুলের জন্য স্বীকার করেছি এবং দায় নিয়েছি। যারা এখনও অসুস্থ এবং কষ্ট পাচ্ছে তাদের সাহায্য করার জন্য আমি যে জীবন পুনর্গঠিত করেছি তা উৎসর্গ করব।
দেখুন অন্য খবর: