নয়াদিল্লি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। উত্তরাখণ্ডে (Uttarakhand) ধৃত বিজেপি (BJP) নেতা। তাকে বহিষ্কার করেছে দল। অভিযোগ, ঘটনাটি ঘটে ২৪ অগাস্ট। সেখানে ছাগল চরাতে কাছেই এক জঙ্গলে গিয়েছিল নির্যাতিতা কিশোরী। সঙ্গে তার ভাইও ছিল। অভিযোগ, তখনই চকোলেটের লোভ দেখিয়ে কিশোরীকে যৌন হেনস্তা করে ওই নেতা।
ধৃত বিজেপি নেতা উত্তরাখণ্ডের আলমোরা জেলার ব্লক প্রধান। শুক্রবার তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ছদিন চুপ থাকার পর পুলিশে অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ওই নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। ঘটনার পর বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন কুণালের
আরও খবর দেখুন